Perahin (প্যারাহীন) Song Lyrics
Song - Perahin (প্যারাহীন)
Vocal - Ibrahim
Lyrics and Tune - Ibrahim
Music - SJ Studio
Mixed Mastered and Recorded - SJ Studio
Composition - December
অর্ধ বয়স করছি পার পড়ালেখা করে,
বাকি অর্ধেক এর নেই কোন দাম
এই জীবনের বাজারে,
এত এত সার্টিফিকেট
থেকেও আজ বেকার,
বুঝেছি আমি সার্টিফিকেট নয়,
টাকা খুব দরকার,
হেঁটে চলেছি আমি
এই কাঠ পোড়া রোদে,
হাহাকারে মোড়ানো
এই ব্যস্ত নগরে,
আমি চাই একটা লাইফ
যেটা হবে রঙধনুদের মতো রঙিন,
আমি চাই একটা লাইফ
যেটা থাকবে প্যারাহীন,
প্যারাহীন,
আমি চাই একটা লাইফ
যেটা হবে রঙধনুদের মতো রঙিন,
আমি চাই একটা লাইফ
যেটা থাকবে প্যারাহীন,
প্যারাহীন,
প্যারাহীন,
..................
মধ্যবিত্ত পরিবারের জন্ম আমার
সেথায় স্বপ্ন দেখা বারণ,
টাকার গুলিতে মরে যায় স্বপ্ন
এটাই শুধু কারণ,
জীবনের গল্প লিখতে লিখতে
ফুড়িয়েছে ডায়েরির পেইজ,
না পাওয়ার হিসেবে ভরেছে জীবন
মোর মিলবে কি হিসেবের শেষ,
হারিয়ে ফেলেছি আমি
বেঁচে থাকার আশ্বাস,
ফুড়ে যাচ্ছে আমার
চেনা দীর্ঘশ্বাস,
আজ বেকার বলে
নেইতো পাশে কেউ,
হারাবে না বলে হারিয়েছে
প্রিয় মানুষটাও,
শূন্য শূন্য লাগে চারপাশ
থেকেও কিছু নেই
এই জীবনযাত্রায় হারিয়েছি বহুবার
অকারণে নিজেকে,
কোথায় যাবো জানি না,
কোথায় পাবো সুখের ঠিকানা,
সুখের ঠিকানা..
সুখের ঠিকানা..
আমি চাই এক লাইফ
যেটা হবে রঙধনুদের মতো রঙিন,
আমি চাই একটা লাইফ
যেটা থাকবে প্যারাহীন,
প্যারাহীন,
আমি চাই এক লাইফ
যেটা হবে রঙধনুদের মতো রঙিন,
আমি চাই একটা লাইফ
যেটা থাকবে প্যারাহীন,
প্যারাহীন,
(The End.)